বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর মোড়, শহর গোপীনপুর ও আষাঢ়িয়া চালায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও হেলালুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।