৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া হবে জুনে

শিশুদের করোনা টিকা

ডেস্ক নিউজ : আগামী জুন মাস থেকে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, নতুন করে দুই কোটি শিশুকে করোনার টিকা দেওয়া হবে।

৫ থেকে ১২ বছরের শিশুদের এসব টিকার আওতায় আনা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ধরনের এ টিকার অনুমোদন দিয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের জন্য দুই কোটি ডোজের চাহিদা ছিল; ইতিমধ্যে ৩০ লাখ টিকা পাওয়া গেছে।

জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের এই টিকা দেওয়া হবে। এ জন্য শিশুদের জন্মনিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিকাদান কর্মসূচির সাফল্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ।

ইতিমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। যাঁরা বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত সময়ের মধ্যে টিকা নেওয়ার পরামর্শ দেন।

তথ্য সূত্র – প্রথম আলো, ছবি – ইন্টারনেট, সম্পাদনা – অলক কুমার