নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলসহ সারা বাংলাদেশ এমনকি বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ডিজিটাল ভাদাইমা’ খ্যাত আসান আলী।
সেই ভাদাইমা খ্যাত আসান আলী আর নেই।
রবিবার (২২ মে) দুপুরে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও লিভারের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।
আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমে ছিল।
আজ রবিবার (২২ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।
এরপর সেখানে থেকে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ভাদাইমা খ্যাত আহসান আলীর মূল পেশা ছিল কৃষি কাজ। তিনি কৃষি কাজ করেই সংসার চালাতেন।
২০ বছর আগে তিনি অভিনয়ে আসেন। কৌতুক অভিনয়ের কারণে ‘ভাদাইমা’ হিসেবে খ্যাতি পান। সম্পাদনা – অলক কুমার