দেলদুয়ার প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাকে প্রত্যাহারের পর মো. নাসির উদ্দিন মৃধাকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এর আগে সোমবার নির্বাচনের কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শককে দেয়া হয়।
আরো পড়ুন – মধুপুরের সেই আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কর্মকর্তা
ওই চিঠিতে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে নতুন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
আরো পড়ুন – ৯ম দফায় টাঙ্গাইলে ২২টি ইউপির মধ্যে ১৯টিতে ভোট গ্রহণ, ৩টি স্থগিত
পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশে সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর আটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাসুদুল হাসান তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সম্পাদনা – অলক কুমার