নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চারাবাড়িতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চারজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- সেলিম (৪৫), তার স্ত্রী হেনা আক্তার (৩৭) ,সেলিমের মা আমেনা (৬০) এবং সেলিমের ফুফু শামনা (৬০)।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহত সেলিমের ভাই বলেন, আমাদের দাদার জমি জাল দলিল করে নিয়েছে। সাবেক চেয়ারম্যান টাকা নিয়ে দিনের পর দিন আমাদের ঘুরাইছে।
আরো পড়ুন – হত্যার বিচার চাওয়ায় শিক্ষার্থীদের টিসি দেয়ার অভিযোগ সৃষ্টি’র বিরুদ্ধে
বিষয়টা মিমাংসার জন্য বললেও তিনি বিষয়টা গুরুত্ব দিনের পর দিন আমাদের ঘুরিয়েছে।
এসময় তিনি আরো বলেন, রহিমুদ্দিন, ইদ্রিস, রাসেল দলবল নিয়ে এসে আমার ভাইকে বাড়িতে একা পেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
বুদ্দু মিয়ার ছেলে আশিক বলেন, আমার ফুফুর অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসীরা কুপিয়ে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
তিনি আরো বলেন, হামলার সময় সন্ত্রাসীরা মরিচের গুঁড়া ছিটিয়ে তারপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে মারাত্মকভাবে আহত করে।
এ ব্যাপারে দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন-আমার আগের চেয়ারম্যানও এ বিষয়ে কোনো সমাধানে আসতে পারেনি।
আরো পড়ুন – বিবস্ত্র সাংবাদিকতা!!
পরবর্তীতে আমি চেয়ারম্যান হওয়ার পরে বিষয়টি আমাকে অবহিত করলে আমি দুই পক্ষকেই ডাকি; কিন্তু এক পক্ষ হাজির না হওয়ার কারণে কোনো সমাধানে আসা যায়নি।
পরবর্তীতে আমি একটি প্রতিবেদন লিখে কোর্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার