কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে এসিল্যান্ডের গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
এর পূর্বে সোমবার রাতে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রবিউল আওয়াল বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
মামলার নম্বর – ০৫, তারিখ : ১৮-০৭-২০২২। গ্রেপ্তারকৃত ৯ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিউ ধলেশ্বরী নদীর কুর্শাবেনু এলাকায় সোমবার বিকালে উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) পরিমাপকারীদের উপর হামলা চালায় স্থানীয় বালু ব্যবসায়ীরা।
এক পর্যায়ে তারা এসিল্যান্ডের গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় এক প্রকৌশলী আহত হয়।
আরো পড়ুন – শিহাব হত্যা : প্রতিষ্ঠাতা রিপনের ফাঁসির দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার
মামলার এজাহারভূক্ত আসামীরা হলেন উপজেলার কুর্শাবেনু এলাকার আব্দুর রাজ্জাক (৫৫), মো. আজিম মিয়া (২৬), আব্দুল মান্নান (৪০), আমিনুল রহমান (৪৫), শরিফুল ইসলাম (২৭), সাইফুল ইসলাম (৩৫), মিন্টু মিয়া (৫৬), মো. মারুফ (১৯), ছবুর সিকদার (৫২), মো. রফিকুল ইসলাম (৪০), সামছু (৫২) ও মো. নাছির (৫২)।
মামলার আসামীদের মধ্যে ৯ জনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর গোল চত্ত্বর পর্যন্ত মহাসড়ক চার লেন করার নিমিত্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সে লক্ষ্যে মেসার্স আব্দুল মোনেম লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)এর চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি মোতাবেক উত্তোলিত বালু কুর্শাবেনু এলাকায় পরিমাপ করতে যায় সংশ্লিষ্টরা। এ সময় স্থানীয় বালু ব্যবসায়ীরা পাউবোর ৪-৫ জন কর্মচারী ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানকে কাজে বাঁধা দেয়।
আরো পড়ুন – এসএসসি-২০২২ শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে
এক পর্যায়ে স্থানীয় বালু ব্যবসায়ীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করে।
খবর পেয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান কুর্শাবেনু এলাকায় যায়।
এক পর্যায়ে উত্তেজিত জনতা কামরুল হাসানকে (এসিল্যান্ড) বহনকারী গাড়ি ও পুলিশের গাড়িতে ভাংচুর চালায়। পরে র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্টদের বক্তব্য –
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বলেন, তিনি পরিমাপকারীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান।
যাওয়ার পথেই স্থানীয় মসজিদের মাইকের ঘোষণা শুনতে পান।
তারা কিছুটা দূরে গাড়ি রেখে মসজিদের কাছে গেলে উত্তেজিত জনতা তার ও পুলিশের গাড়িতে ভাংচুর চালায়।
আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকী আসামীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। সম্পাদনা – অলক কুমার