নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ জুলাই) সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।
আরো পড়ুন – যাদের বেশি দরকার তারা নৌকা দিয়ে ঘুরে ফিরে যাবে – জেলা প্রশাসক
দুপুরে দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত জানান, সকালে তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে আহত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মীর মোশারফ হোসেন জানান, বৃদ্ধের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন – হিন্দুদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার