আদালত প্রতিবেদক : টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির জামিন আবেদন চতুর্থ বারের মতো নামঞ্জুর করেছে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ এই জামিন আবেদন নামঞ্জুর করেন।
টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, কিশোরী ধর্ষণ মামলার আসামী গোলাম কিবরিয়া বড় মনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।
পরবর্তীতে রাষ্ট্র পক্ষের আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশ দেন।
সেই আদেশ অনুসারে গোলাম কিবরিয়া বড় মিন ১৫ মে সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (২১ মে) মিস কেসের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরবর্তিতে আবারও ১ জুন জামিন আবেদন করলে ফের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এরপর রোববার (১৮ জুন) আবারও জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
পরে সোমবার (২৬ জুন) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আবারও ক্রিমিনাল মিস কেস মুলে জামিন আবেদন করলে শুনানি শেষে বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
আসামী পক্ষ থেকে তার জামিনের স্বপক্ষে শুনানি করেন বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা মিয়া, সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপন, সিনিয়র আইনজীবী একেএম শামীমুল আক্তার শামীম, জেলা বার সমিতির সভাপতি মাইদুল ইসলাম শিশিরসহ ২৫-৩০ জন আইনজীবী।
অপর দিকে রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জামিনের বিরোধিতা করেন।
উল্লেখ্য, গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
তিনি টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহা-সচিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন।
গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল শহরের এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা – অলক কুমার