সখীপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে চোলাই মদসহ যুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপার চালা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত যুবকরা হলেন, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপার চালা গ্রামের মনিন্দ্র কোচের ছেলে মন্টু কোচ (২৩) ও মাদব চন্দ্র কোচের ছেলে নিমাই চন্দ্র কোচ (৩২)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চুলায় মদ বানিয়ে সখীপুরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো ওই দুই যুবক।
সন্ধ্যা হলেই মটরসাইকেল নিয়ে উঠতি বয়সের ছেলেরা ওই বাড়িতে ভিড় জমাতো।
তাদের কারণে এলাকার যুব সমাজ ধবংসের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাদেরকে মদসহ আটক করে।
সখীপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪৪ লিটার দেশীয় চেলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার