টাঙ্গাইলে আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা বিষয়ক পথসভা

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা বিষয়ক পথসভা

ভূঞাপুর প্রতি‌নি‌ধি : টাঙ্গাইলের ভুঞাপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে ব্যাপক প্রচার-প্রচারণা ও পথসভা করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব (যমুনা সেতু) পাথাইলকান্দি বাজারে এই পথসভার আয়োজন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ।

আরো পড়ুন – গোপালপুরে নিক্সন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

পথসভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বি‌ভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব‌্য দেন।

এসময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর মু‌ক্তিযোদ্ধা মাসুদুল হক মাসু‌দকে আওয়ামী লীগে এম‌পি মনোনয়ন দেয়ার দাবী করেন।

তারা বলেন, মাসুদ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। দলকে তি‌নি সুসংগ‌ঠিত করে রেখেছেন।

ত‌্যাগী নেতাসহ তৃনমূলের নেতাকর্মীরা আজ দাবী জানাচ্ছে আওয়ামী লী‌গের যোগ‌্য প্রার্থী মাসুদুল হক মাসুদ।

পথসভায় প্রধান অ‌তিথি আওয়ামী লীগের মনোনয়ন প্রত‌্যাশী বীরমু‌ক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব‌্যাপক উন্নয়ন করেছে।

বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগনের জন‌্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলস কাজ করে যাচ্ছে।

সরকারের এই উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে। আমি বঙ্গবন্ধু হত‌্যার প্রতিবাদ করে জেল খেটেছি।

সব সময় মানুষের জন‌্য কাজ করেছে, দলের জন‌্য কাজ করেছি।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের সভাপ‌তিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌরসভা আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুল বাছেদ আকন্দ, কা‌লিহাতী উপ‌জেলার গোহা‌লিয়াবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম‌্যান আব্দুল হাই আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লী‌গের সাবেক সভাপতি আইয়ুব আলী মোল্ল্যা প্রমুখ।