নিজস্ব প্রতিবেদক: সময়ের সাথে পাল্লা দিয়ে টাঙ্গাইল জেলায় প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।
শনিবার (৫ আগষ্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৩১ জন। সুস্থ হয়েছেন ৪৯৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৬ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন।
আরও পড়ুন- স্বামীর কাছে থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে মারপিট ও গণধর্ষণ
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, ঘাটাইল উপজেলায় ২ জন, মধুপুর উপজেলা ৪ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ২ জন রয়েছেন।