মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বিলুপ্ত প্রায় মালয়পিভেট (Malaypivet) নামে আহত একটি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে।
গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রাণীটি আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার সকালে বন বিভাগের লোকজন খবর পেয়ে মহাসড়কের পাশে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে।
পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা দিলে বন বিভাগের লোক বাঁশতৈল রেঞ্জের অধীন টাকিয়া কদমা বনে ছেড়ে দেয়।
স্থানীয় বাসিন্দা লাভলু মিয়া জানান, সকালে তিনিসহ স্থানীয়রা মহাসড়কের পাশে আহত অবস্থায় প্রাণীটি দেখতে পান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে জানানো হয়।
তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও বন বিভাগের লোকজনকে খবর দিলে তারা এসে প্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার জানান, ধুসর রংঙের, হালকা ডোরাকাটা, মুখচুখা লম্বা লেজের গন্ধগোকুল বা খাটাস জাতীয় বিরল প্রজাতির এই প্রাণীটি আমাদের দেশে খুবই কম দেখতে পাওয়া যায়।
এই প্রাণীটি মালয়শিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বেশি দেখতে পাওয়া যায়।
তবে আমাদের দেশের বনে কিছু সংখ্যক প্রাণী মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়।
রাতে মহাসড়ক পারাপারের সময় যানবাহনের ধাক্কায় প্রাণীটি সামনের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় ওইস্থানে পড়ে ছিল।
খবর পেয়ে তিনি এসে ইনজেশনসহ প্রাথমিক চিকিৎসা দেন। পরে বাঁশতৈল বন বিভাগের লোকজনের কাছে প্রাণীটি বুঝিয়ে দেয়া হয়েছে।
বাঁশতৈল বন বিভাগের বাগান মালি ঠাকুর দাস জানান, প্রাণীটি টাকিয়া কদমা বনে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হলে তিনি চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন।