ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার সময়ই আগেই এগিয়ে থাকা প্রার্থীদের নিয়ে জনসভা করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এসময় তিনি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করায় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠের মুক্ত মঞ্চে জনসভার আয়োজন করা হয়।
আরো পড়ুন – ভূঞাপুরে ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িসহ নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘন্টা এবং ভোটগ্রহণ শুরুর পরবর্তী ৬৪ ঘন্টা সময়ের মধ্যে উক্ত নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি কোন ধরনের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে বা কোন মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।”
এদিকে সন্ধ্যার পর থেকে নির্বাচনের ভোট গণনা শুরু হয় রাত আনুমানিক সাতটার দিকে।
গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় রাত ১০টা ৫০ মিনিটে।
ভোট গণনা চলাকালীন সময় আনুমানিক রাত সোয়া আটটার দিকে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠের মুক্ত মঞ্চে জনসভার আহবান করা হয়।
রাত সাড়ে আটটার দিকে যখন এই জনসভা শুরু হয়, তখন ওই উপজেলার মোট ৬৭টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
জনসভায় সংসদ সদস্য ছোটমনির যা বলেন –
জনসভায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় ধন্যবাদ জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের প্রার্থীর পক্ষে যেভাবে পরিশ্রম করে কাজ করে বিপুল ভোটে বিজয়ী করেছেন; এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আপনাদের কথামতই সমর্থন দেয়া হয়েছে।
নির্বাচনে ইউনিয়ন ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ সহযোগিতা করেছেন এই বিজয়ের জন্য।
আমরা খুবই দ্রুত তাদের সংবর্ধনার আয়োজন করবো।
আরো পড়ুন – ষড়যন্ত্র করলে আগুন জ্বলবে : এমপি ছোট মনিরের হুঁশিয়ারি
পরে নির্বাচনে এগিয়ে থাকা চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস বেগম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম বাবু বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য –
এই বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী মুঠোফোনে জানান, উনারা একটি সমাবেশ করার চেষ্টা করেছিল, সংবাদ পেয়ে আমরা সেটি বন্ধ করে দেই।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের এই ঘটনায় কোন ব্যবস্থা নেয়া হবে কিনা?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।