সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল

ষড়যন্ত্র করলে আগুন জ্বলবে : এমপি ছোট মনিরের হুঁশিয়ারি

এমপি ছোট মনিরের হুঁশিয়ারি

ভূঞাপুর সংবাদদাতা : এলাকায় এমপির পরিবার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে এই ভূঞাপুর ও গোপালপুরে আগুন জ্বলবে।

ঢাকা ক্লাবে বসে বসে আপনারা আসবেন আর ষড়যন্ত্র করবেন।

মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা তিনি (শেখ হাসিনা) বিশ্বাস রেখে আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছিলেন।

আর আমি এমপি হওয়ার পর দলের জন্য ও এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি।

সুতরাং এই আসনে মনোনয়ন পাওয়া নিয়ে আমি কোনো চিন্তাই করি না; যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদেরকেও প্রতিযোগী হিসেবে সমকক্ষ মনে করি না।

সোমবার (১৫ মে) রাত ৯টায় টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে আয়োজিত নেতাকর্মীদের এক সমাবেশে এসব কথা বলেছেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

আরো পড়ুন – কারাগারে অসুস্থ বড় ম‌নিরকে হাসপাতালে স্থানান্তর

পরে এমপির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মূহুর্তেই ছড়িয়ে পড়ে।

এতে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করছেন।

ছোট মনির বলেন, আজকে তারা নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এই ষড়যন্ত্রের তারা জবাব পাবে, আমরাও বসে থাকব না।

আমি একটা পরিবর্তনের ডাক নিয়ে এসেছি- সেখানে কোনো মারামারি-কাটাকাটি হবে না।

আর একটা পরিবর্তন করতে এসেছি- কারো মাথায় বারি দিয়ে জমি নেওয়ার জন্য নয়, কারো ক্ষতি করার জন্য নয়।

তারা ভেবেছে আমরা কানা-আতুর হয়ে গেছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান।

মানুষকে সম্মান করলে মানুষ সম্মান করবে। যারা দল করে না, দলের আদর্শ বিশ্বাস করে না তারাই এসব কার্যকলাপ করে।

আরো পড়ুন – বড় মনির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়েছে।

এতে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে নেতাকর্মী ও সমর্থকরা।

এছাড়া এমপি ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে কিশোরীর ধর্ষণ মামলায় ভূঞাপুরে পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ হয়েছে।

উল্লেখ্য –

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ছোট মনির ছাড়াও ঢাকা ক্লাবের সভাপতি ও সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুসহ আরও কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

তারা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থক নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরফলে বিভিন্ন সময় এনিয়ে কোন্দল ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্পাদনা – অলক কুমার