“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী নানাবিধ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
সপ্তাহের নানাবিধ কর্মসূচীর মধ্যে বুধবার সকালে র্যালী, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো.আলম চাঁদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মেহেদী হাসান প্রমূখ।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, দুর্যোগ প্রশমনে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরন, ডিসপ্লে প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস। যাতে দূর্ঘটনা ঘটলে মানুষ আতংকিত না হয়ে সেটা প্রাথমিকভাবে মোকাবেলা করতে পারে।