ইসলাম বিরোধী মন্তব্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে মিথ্যা তথ্য প্রদানকারী ভন্ড শরিয়ত বয়াতীর তিনদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আনুমানিক ০৩টার দিকে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কোর্ট ইন্সপেক্টর মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঢাকা জেলার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ্ ১০ম বাৎসরিক মিলন মেলায় গত ২৪ ডিসেম্বর’১৯ রাত সাড়ে ১০টা থেকে ১১.২২ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত পালা গানে ভন্ড শরিয়ত বয়াতী আল্লাহ্, রাসুল, ইসলাম, কোরআন, হাদিসের বিরুদ্ধে এমন আরো অনেক মিথ্যা অপপ্রচার চালায়।
সেই গানটি/ বক্তব্যটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেলে মির্জাপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা তার বিচার দাবিতে প্রতিবাদ গড়ে তুললে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।