প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে সহায়তার জন্য সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার ঘাটাইল সেনানিবাসের লে. কর্নেল সোহেল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সাথে সাক্ষাত করেছেন।
এসময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার থেকে জেলা সদর ছাড়াও জেলার ১১টি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, দেশব্যাপী করোনা (কোভিড ১৯) এর বিস্তার রোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব, রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং সন্দেহভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা পূর্বক কার্যকর সহায়তা প্রদানে টাঙ্গাইল জেলায় সেনাবাহিনী কাজ করবে।
			
    	
		    
                                
                                





							



