টাঙ্গাইল শহর ছাত্রলীগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

টাঙ্গাইল শহর ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। এসময় রিক্সায় মাইক লাগিয়ে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন শহর ছাত্রলীগের সভাপতি মীর ওবায়দুল হক তানজিল। এসময় তার সাথে ছিলেন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কায়ছার হাসান পাপ্পু সহ অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা।

এসময় শহর ছাত্রলীগের সভাপতি মীর ওবায়দুল হক তানজিল বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের বিভিন্ন দূর্যোগ মূহুর্তে ছাত্রলীগ কর্মীরা দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেছে। বুকের রক্ত দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই করোনা দূর্যোগ মোকাবেলা করব।

বিভিন্ন শ্রেণিপেশার পাঁচ শতাধিক মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে বলে শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিল জানান।