নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
আরো পড়ুন – সাইবার সিকিউরিটিসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জেলায় ১২টি উপজেলায় প্রায় ১২শত পুজামন্ডপ হবে।
তারেক রহমানের নিদের্শনা, এই পূজামন্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায়ে পযর্ন্ত যতগুলো পূজামন্ডপ থাকবে ততগুলো বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে।
সেই টিম আপনাদের সাথে সমন্বয় করে নিরাপত্তার বিধান করবে।
যদি কোথাও কোন সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষনিক সেটি পদক্ষেপ নিবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী বড়কালিবাড়ীর সভাপতি জীবন কৃষ্ণ চৌধুরী, শ্রীশ্রী ছোট কালিবাড়ীর সুভাস সরকার, বাংলাদেশ হিন্দু পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন প্রমুখ।