টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দালাল নির্মূল অভিযান

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল মুক্ত করতে অভিযান চলমান রেখেছেন সদর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন।

সেই ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক অভিযান পরিচালনা করেন তিনি।

সে সময় তিনি দুই দালালকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়।

প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা।

সাজাপ্রাপ্ত দালালরা হলো, সদর উপজেলার গালা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. রেজাউল করিম (৪৫) ও পার দিঘুলিয়া এলাকার মৃত ওমেদালী মিয়ার ছেলে মো. শামীম আল-মামুন (৪২)।

এবিষয়ে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চলমান থাকবে।

সেবা গ্রহীতারা হাসপাতালে এসে দালালমুক্ত পরিবেশে নির্বিঘ্নে সেবা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, হাসপাতালে রোগীদের আশেপাশে কোন দালাল থাকবে না।