টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে “করোনাভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্তমান অবস্থা” শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ও জেলায় করোনা ভাইরাসের সার্বিক চিত্র গণমাধ্যম কর্মীদের নিকট তুলে ধরেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।দেশের এমন পরিস্থিতিতে যাতে কেউ অপ-প্রচার বা গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সজাগ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় দূর্যোগ মোকাবেলা করার আহবান জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। টাঙ্গাইলে লকডাউনের মতো কোন অবস্থা হয়নি। হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।