টাঙ্গাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি’র) এক্স ক্যাডেটদের মিলনমেলা ও কমিটি গঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ২৯ নভেম্বর শুক্রবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক্স-ক্যাডেটদের প্রায় ১৫০ জন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) এর টাঙ্গাইল জেলা ইউনিটের সমন্বয়কের আহবানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অনুষ্ঠানে আগত সকল এক্স-ক্যাডেটদের পরিচিতি পর্ব, এক্স-ক্যাডেটদের অনুভূতি ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্যায়ে সকলের সম্মতিক্রমে টাঙ্গাইল জেলা এক্স-ক্যাডেটদের একটি কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে ৬টি পদ ঘোষণা করা হয়।
সভাপতি মোহাম্মদ সালাহ্ উদ্দিন লিটন, সহ-সভাপতি মো. রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক অলক কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ রওশন আরা খান রোজী, কার্যকরী সদস্য কে. এম. তৌহিদুল ইসলাম (বাবু)।
কমিটির নেতৃবৃন্দ জানায়, জেলার সকল বিএনসিসি প্লাটুনের এক্স-ক্যাডেটগণ এক্স ক্যাডেটদের এ সংগঠনে অন্তর্ভূক্ত হতে পারবে।
এজন্য প্রত্যেক এক্স ক্যাডেটকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ও কমিটির সদস্যদের সাথে যোগযোগ করতে আহবান জানানো হয়।
অনুষ্ঠানে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্লাটুন, সরকারি এম এম আলী কলেজ প্লাটুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি প্লাটুন, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ প্লাটুন, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্লাটুন, ঘাটাইল ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্লাটুন, সরকারি সাদত কলেজের দুইটি প্লাটুন, সরকারি কুমুদিনী কলেজ প্লাটুনের প্রায় দেড় শতাধিক ক্যাডেট উপস্থিত ছিল।
এসময় ১৯৭৬ সালে ভর্তি হওয়া ক্যাডেট আবুল কালাম মোস্তফা লাবু, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম সফি, ১৯৮৪ সালে ভর্তি হওয়া ক্যাডেট হাসনা আক্তার খানম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে টাঙ্গাইল এক্স-ক্যাডেট এসোসিয়েশন নামে গঠিত সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।