নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে পরাজিত হওয়ার ৪ বছর পরও বিজয়ী প্রতিপক্ষকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
অভিযোগটি উঠেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের প্রার্থী আরিফ মোর্শেদের বিরুদ্ধে।
অভিযোগটি এনেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউপি সদস্য সন্ত্রাসী হামলার শিকার হিকমত আলী (৪২)।
এই ঘটনায় ৭ দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইউপি সদস্য হিকমত আলীর চাচা জামাল মিয়া (৫২)।
হামলার পরে প্রতিপক্ষ মোর্শেদের অনুসারীদের মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করেছেন।
ইউপি সদস্য হিকমত আলী ও স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, উপজেলায় দেউলী গ্রামের খাদেমুল হাসান সোহেলদের সাথে ইউপি সদস্য হিকমত আলীর সাথে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তথা নির্বাচনী বিরোধ চলে আসছিল।
এক পর্যায়ে ১০ সেপ্টেম্বর রাতে স্থানীয় দেউলী বাজার থেকে বাড়ি ফেরার সময় খাদেমুল হাসান হোসেন (৪২), আরিফ মোর্শেদ তার ভাই রুবেল (৩০) সহ ১৩/১৪ জন দেশীয় অস্ত্র লোহার রড, লাঠিসোঠা, রামদা, চাপাতি নিয়ে হামলা চালায়।
এ সময় ওই হামলায় ইউপি সদস্য হিকমত সহ তার চাচা জামাল মিয়া (৫২) গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ইউপি সদস্য হিকমত তিন দিন চিকিৎসা নেন।
কিন্তু তার চাচা জামাল মিয়া মাথায় ৬-৭টি কোপ ও হাতে তিনটি কোপের আঘাত নিয়ে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এ অবস্থায় তাদের পক্ষ থেকে বাসাইল থানায় একটি এজাহার দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ ওই মামলা রেকর্ড হয় নাই।
কিন্তু প্রতিপক্ষ খাদেমুল হাসান সোহেলের একটি মিথ্যা মামলা (নং-৩, তারিখ- ১৩/০৯/২০ ইং) রেকর্ড হয়েছে।
ওই মামলায় হিকমত আলী সহ ১৫ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে হিকমতের দায়ের করা এজাহারে তদন্তকারী কর্মকর্তা এস.আই আলতাফ হোসেন জানান, হিকমত থানায় আসলেই মামলা রেকর্ড করা হবে।
অপরদিকে মিথ্যা মামলা দায়ের করা প্রসঙ্গে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
সম্পাদনা – অলক কুমার