সিএনজি’র ধাক্কায় কলেজ বাস চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়ার মাদারজানি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিএনজি’র ধাক্কায় করটিয়া সা’দৎ বিশ্ববিদ্যালয় কলেজের গাড়ী চালক নিহত হয়েছেন।

নিহত গাড়ী চালক বাসাইল উপজেলার করাতি পাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মো. রমিজ উদ্দিন (৫০)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার মাদারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গোড়াই হাইওয়ে অফিসার্স ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, রোববার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের পার্শ্ব রাস্তায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল বলেন, করটিয়া থেকে দেলদুয়ার যাওয়ার রাস্তায় মাদারজানি মহাসড়ক পারাপার হতে হয়।

ইতোপূর্বে এখানে সড়ক দুর্ঘটনায় অনেক লোকের প্রাণ কেড়ে নিয়েছে।

তাই এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সিএনজি চলাচলকারী পার্শ্ব রাস্তাটিতে গতিরোধক স্থাপনের দাবি জানান।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ঘাতক সি.এন.জি ও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। সম্পাদনা – অলক কুমার