লক্ষ্মীপুরের কমলনগরে মাদক ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. মনজুর (৩০) ও মো. সোহেল (৩৫)। মনজুর চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মতলবের ছেলে এবং সোহেল একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা এএসআই মো. দেলোয়ার।
কমলনগর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরলরেন্স এলাকার চিহ্নিত মাদক কারবারি মন্জু চোরার বাড়িতে কয়েকজন চিহ্নিত চোর ও মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় মনজু চোরা ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চিহ্নিত চোর ও মাদক কারবারি। তারা কমলনগরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক বিক্রয় ও বহু চুরির ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলাও রয়েছে।
কমলগর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
’