বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশগুলোর তালিকায় দশম অবস্থানে উঠে এসেছে ভারত। সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের এক গবেষণার ভিত্তিতে নিউজউইকের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিউজউইকের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন জরিপ ও জনমতের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনসহ নানা অভ্যন্তরীণ কারণে বিশ্বজুড়ে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তালিকার শীর্ষে রয়েছে চীন, কর্তৃত্ববাদী শাসন, গণমাধ্যম সেন্সরশিপ এবং পরিবেশ দূষণের দায়ে দেশটি সবচেয়ে বেশি নেতিবাচকভাবে বিবেচিত হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর রয়েছে উত্তর কোরিয়া (৪র্থ), ইসরায়েল (৫ম), পাকিস্তান (৬ষ্ঠ), ইরান (৭ম), ইরাক (৮ম), সিরিয়া (৯ম) এবং ভারত (১০ম)।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




