বঙ্গবন্ধু সেতুতে ট্রাক চাপায় বিবিএ পেট্রোলম্যান নিহত

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে বিকল হয়ে যাওয়া ট্রাক সরাতে গিয়ে অপর ট্রাকের চাপায় আব্দুল কাদের (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সেতুর ৩০ নং পিলারের কাছে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

নিহত আব্দুল কাদের সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিবিএ’র পেট্রোলম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের ৩৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। খবর পেয়ে পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করতে যায়। এসময় ৩০ নম্বর পিলারের কাছে সেতুর উপরে থাকা লোহার ডিভাইডার সরিয়ে বিকল হওয়া গাড়িটি সরানোর সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী ট্রাক কাদেরকে চাপা দিয়ে চলে যায়। এঘটনায় তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।