টিকটক এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়—বাংলাদেশে এটি হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্র। বিশেষ করে আলোচনার শীর্ষে থাকা টিকটকার দম্পতি প্রিন্স মামুন ও লায়লা। বিচ্ছেদ ও মামলার পর আবারও নতুন বিতর্কে জড়ালেন এই আলোচিত জুটি।
সম্প্রতি মামুন ও আরেক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। লায়লার দাবি, মামুন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং নিয়মিত মাদক সেবন করেন। অন্যদিকে মামুন এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন, লায়লাই তাকে হয়রানি করছেন।
লায়লা এক ভিডিওবার্তায় দাবি করেন, মামুন তার ওপর শারীরিক নির্যাতন করেছেন, এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় মারধর করে গর্ভপাত ঘটান। তিনি আরও বলেন, মামুন তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং গাড়ি-বাড়ির দাবি করে গালিগালাজ করেন।
জবাবে মামুন এক গণমাধ্যমে বলেন, লায়লা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসাচ্ছেন এবং ব্ল্যাকমেইল করছেন। তার দাবি, বারবার আইনি হুমকি দিয়ে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, অনেকেই এ ধরনের কনটেন্ট ও আচরণকে ‘অসামাজিক ও বিভ্রান্তিকর’ হিসেবে দেখছেন।
সংবেদনশীল নোট: এই প্রতিবেদন তৈরির সময় তথ্য যাচাই ও ব্যক্তিগত সম্মান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্তের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।