নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্সের গভর্নর ও দ্বিতীয় ভাইস গভর্নর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান লায়ন নেতারা আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ। গত রোববার (১৮ মে) নায়াগ্রা ফলস কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে, ১৬ মে শুরু হয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয় লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলন। সম্মেলনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন।
কনভেনশন উপলক্ষে নায়াগ্রা ফলসের শেরাটন হোটেল ও আশপাশের এলাকা বাংলাদেশি লায়ন সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। লায়ন শাহ নেওয়াজের নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিশাল আকৃতির ছবি হোটেল লবিতে বিশেষভাবে নজর কাড়ে। একইভাবে দেখা যায় লায়ন আসেফ বারী টুটুলের প্রতিকৃতিও।
এদিকে, আসন্ন ২৭ মে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন নিয়েও কনভেনশন স্থলে ব্যাপক প্রচারণা চালানো হয়। সভাপতি পদে জেএফএম রাসেল ও এসএম আলম এবং সাধারণ সম্পাদক পদে মশিউর মজুমদার ও আহমেদ সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন এম এ রশীদ ও হাসান জিলানী। ভোটারদের প্রত্যাশা, এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।