‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাসাইল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই ফল মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া।
মেলায় দেশীয় নানা প্রজাতির ফলের প্রদর্শনীর জন্য একটি স্টল স্থাপন করা হয়েছে। এই প্রদর্শনী আগামী ২৭ জুন রাত পর্যন্ত চলবে। আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য জনগণের মাঝে দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




