প্রাক্তন শিক্ষক ও কৃতি ফুটবলার চঞ্চল নন্দী স্যারের শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার ও রেফারী মৃনালেন্দু নন্দীর (চঞ্চল নন্দী স্যার) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল কাগমারী রানী দীনমনি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।

শেষকৃত্য অনুষ্ঠানে টাঙ্গাইলের শিক্ষক, ছাত্র, ক্রীড়া সংগঠক, খেলোয়ার, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে এই দিন সকাল সাড়ে আটটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে , এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর এক ছেলে আমেরিকা প্রবাসী। আরেক ছেলে সরকারী কলেজের অধ্যাপক।

তাঁর মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মৃতের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া তাঁর সকল শিক্ষার্থী, ভক্তসহ জেলার সব মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা – অলক কুমার