কুয়েত সরকার নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করেছে, যা বাংলাদেশি পর্যটক ও প্রবাসী ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও বৈশ্বিক সংযোগ বাড়াতে এই ই-ভিসা চালু করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে পর্যটন, পরিবার, ব্যবসা ও সরকারি সফরের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়া হবে। পর্যটন ভিসার মেয়াদ হবে ৯০ দিন এবং পরিবার বা ব্যবসায়িক ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন।
সব ধরনের ই-ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে, ফলে ভিসা প্রক্রিয়ায় কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমবে।
বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার জানান, উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন বাণিজ্যিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এটি বড় সুযোগ তৈরি করবে।
অচিরেই কুয়েত জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এতে ছয়টি উপসাগরীয় দেশে একই ভিসায় যাতায়াতের সুবিধা মিলবে, যা ব্যবসা ও পর্যটন দুই ক্ষেত্রেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।