ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক এডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি জীবনহানিই নয়, এটি নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার চরম অবনতির দৃষ্টান্ত। বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে সন্ত্রাস ও সহিংসতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।”
তিনি আরও বলেন, “এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীরে যাবে।” অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও বর্বরতা চালানো হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দায়ের করা মামলায় যুবদলের কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো শৈথিল্য না দেখিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।