স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান বৃদ্ধা কইতরুন্নেছা (৬৮) অবশেষে ফিরে গেছেন স্বজনদের কাছে। মানসিকভাবে কিছুটা অসুস্থ এই বৃদ্ধা প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়দের বাসায় গিয়ে থাকতেন। তবে গত জুনের শেষ সপ্তাহে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি।
দীর্ঘ দুই সপ্তাহ পর মাদারীপুরের টেকেরহাট এলাকায় বৃষ্টিভেজা অবস্থায় স্থানীয় স্কুল অ্যান্ড কলেজের বারান্দায় আশ্রয় নেন তিনি। সেখানকার অস্থায়ী সেনা ক্যাম্পে কর্মরত সৈয়দ কামরুল ইসলাম সৌরভ (২৩) তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সেবা-যত্নে রাখেন।
বৃদ্ধার কাছ থেকে প্রাথমিক পরিচয় জেনে কামরুল ইসলাম ৯ জুলাই তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্ট দেখে মৌলভীবাজারের কুলাউড়ায় থাকা বৃদ্ধার নাতি শাহাব উদ্দিন শিহাব দাদিকে শনাক্ত করেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কামরুল ইসলাম নিজেই বৃদ্ধাকে নিয়ে কুলাউড়ায় ফেরত আসেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কর্মধা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে কইতরুন্নেছাকে তার ভাইপো উম্মর আলী ও নাতি শাহাব উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, ওয়ার্ড মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম বলেন, ‘‘বৃদ্ধাকে পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে আমি গর্বিত। পরিবারের সদস্যদের বলেছি, তাঁকে সব সময় নজরে রাখতে হবে ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’’
বৃদ্ধার নাতি শাহাব উদ্দিন শিহাব বলেন, ‘‘দাদিকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। কামরুল ভাই না থাকলে হয়তো দাদিকে আর খুঁজে পেতাম না। তার প্রতি আমরা চির কৃতজ্ঞ।’’
কর্মধা ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, ‘‘সেনা সদস্য কামরুলের এই মানবিক কাজ সত্যিই অনুকরণীয়। তাঁর মতো সবারই এমন মানবিক হাত বাড়িয়ে দেওয়া উচিত।’’