টাঙ্গাইলের সখীপুরে বিএনপি উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল (৩৮)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তবে পুলিশ বলছে বিষয়টি তদন্তাধীন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে সখীপুর থানা পুলিশ বিএনপি নেতা রুবেলকে আটক করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে টাঙ্গাইল নেওয়ার পথেই শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রুবেলের মৃত্যু হয়।
নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। সখীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ হোসেন জানান, বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করা হয়েছিল। প্রেসার বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান গভীর শোক প্রকাশ করেছেন এবং রুবেলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
রুবেলের মা বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”স্থানীয়রা এ ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।