মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন হরগজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লা (৪৬)। তিনি উপজেলার হরগজ গ্রামের মৃত আনছার উদ্দিন মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আমজাদ হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।”