টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ক্রমেই আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে পথচারী, শিশু ও বৃদ্ধদের তাড়া করে কামড়াচ্ছে কুকুরের দল। এতে পুরো উপজেলার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে রাস্তাঘাটে দলবদ্ধ বেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করে এবং সুযোগ পেলেই আক্রমণ করে বসছে। গত ১৫ দিনে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে প্রায় ৬৮ জন চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। আহতদের অনেকেই জানিয়েছেন, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন প্রায়ই অনুপস্থিত থাকায় তারা বাধ্য হয়ে টাঙ্গাইল বা ঢাকায় চিকিৎসা নিতে যাচ্ছেন, এতে তাদের সময় ও অর্থ দুই দিক থেকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক কুকুরের কামড়ের ঘটনাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। জনসচেতনতা বৃদ্ধিতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে।’
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত কুকুর নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।