টাঙ্গাইলের মধুপুরে দাদিকে বাঁচাতে গিয়ে পপি খাতুন (২২) নামে এক নাতনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত পপি খাতুন জলছত্র গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তার কোলে রয়েছে মাত্র দুই বছরের এক কন্যা সন্তান।
প্রতিবেশী মারুফ হোসেন জানান, বাড়ির উঠানে ঝুলে থাকা বিদ্যুতায়িত একটি তারে হাত দিলে দাদি আয়মনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। দাদিকে রক্ষা করতে গিয়ে নাতনি পপি নিজেই বিদ্যুৎতায়িত হয়ে তারে আটকে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আরও এক নারী, খাদিজা (৩৭), একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তবে বর্তমানে আহত দুজনই চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে আছেন বলে জানা গেছে।