আগামীকাল রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে যে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, সে বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল জানায়, “জুন মাসে ঘোষিত ৩৬ দিনব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আমাদের কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের সিদ্ধান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতিও পেয়েছিলাম।”
তবে পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি একই দিনে শহীদ মিনারে কর্মসূচি পালনের অনুরোধ করলে, ছাত্রদল উদারতা দেখিয়ে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশের সিদ্ধান্ত নেয়।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, “আমরা একটি গণতান্ত্রিক, সহনশীল ও দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে জনদুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কর্মদিবসে রাজধানীর ব্যস্ত এলাকায় সমাবেশের ফলে যে অসুবিধা হতে পারে, তার জন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”
এছাড়া ছাত্রদল জানায়, সমাবেশে কোনো ব্যানার-ফেস্টুন, ব্যক্তিগত শোডাউন বা মিছিল আনা যাবে না। সংগঠনটি ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সচেতন থাকবে বলেও প্রতিশ্রুতি দেয়।