টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী আর. এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভা অনুষ্ঠিত হয় এবং উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালিহাতী পৌরসভা একাদশ ও দুর্গাপুর ইউনিয়ন একাদশ।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও আয়োজক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন সবাই।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ পারফর্মেন্সের মাধ্যমে কালিহাতী পৌরসভা দল ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা প্রফেসর এমকেএম আব্দুল আউলায়, কালিহাতী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শফিকুল ইসলাম শফি, কালিহাতী প্রেসক্লাব সভাপতি রশিদ আহমেদ আব্বাসী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্ট শুধু খেলার মাঠেই নয়, বরং কালিহাতীর ক্রীড়াঙ্গন ও সামাজিক ঐক্যবদ্ধতার এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে।
			
    	
		    
                                
                                





							



