৫ আগস্টকে কেন্দ্র করে আতঙ্কের কোনো কারণ নেই, বরং সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছালেও, সরকার তা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আগের তুলনায় ‘মব’ পরিস্থিতিও অনেকটা কমে এসেছে।”
তিনি আরও বলেন,
“নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্কতায় রয়েছে। কোন রাজনৈতিক দল যদি তুলনামূলকভাবে দুর্বল হয়, তাদের অধিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে।”
৫ আগস্ট ঘিরে যেসব গুজব বা সন্দেহ জনমনে ছড়াচ্ছে, তা নাকচ করে তিনি বলেন, “সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি পদক্ষেপে প্রস্তুত রয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে।”