বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি। জনগণের ভোটাধিকার ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৪ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার কোনও যুক্তিসংগত কারণ নেই। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।”তিনি আরও বলেন, “সংস্কার ও গণহত্যার বিচার চলছে, ভবিষ্যৎ সরকারও এই বিচার কার্যক্রম অব্যাহত রাখবে।”
বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত। জনগণ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে।”