গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মতিউর রহমান, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল, মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
এ সময় সখীপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।