টাঙ্গাইল শহরে প্রান্তিক ও অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার আদি টাঙ্গাইল যুব সমাজের উদ্যোগে মসজিদের নূর প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, “এটি মহৎ একটি উদ্যোগ। সমাজের প্রতিটি স্তরে এ ধরনের আয়োজন হলে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।” তিনি সবার প্রতি আহ্বান জানান, যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক রোগীর ব্লাড গ্রুপিং, ওজন, উচ্চতা, রক্তচাপ, ডায়াবেটিস টেস্টসহ প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।