অনেকে চশমা নোংরা হলে জামা, রুমাল কিংবা তুলোর টুকরো দিয়ে মুছে ফেলে থাকেন। কেউ আবার মুখের ফুঁ দিয়ে ধুলো সরানোর চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভ্যাসগুলো চশমার জন্য ক্ষতিকর। এতে লেন্সে স্ক্র্যাচ বা দাগ পড়ে যায়, যা ধীরে ধীরে চশমার কার্যকারিতা কমিয়ে দেয়।
চশমা সঠিকভাবে পরিষ্কার করতে প্রথমে ঠাণ্ডা পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে। এরপর নরম ও পরিষ্কার টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিতে পারেন। টিস্যু না থাকলে ভেজা সংবাদপত্রের টুকরো দিয়ে পরিষ্কার করা যেতে পারে।
বাজারে পাওয়া বিশেষ চশমা পরিষ্কারের স্প্রে ব্যবহার করেও চশমা ঝকঝকে করা যায়।
তবে চশমা পরিষ্কারের সময় এই বিষয়গুলো এড়িয়ে চলুন:
-
কাপড় দিয়ে জোরে ঘষবেন না, এতে লেন্সে দাগ পড়তে পারে।
-
কখনো মুখের ফুঁ দিয়ে বা ভাপ দিয়ে পরিষ্কার করবেন না, এতে আর্দ্রতা জমে ক্ষতি হতে পারে।
চশমা শুধুমাত্র চোখের দৃষ্টি ঠিক রাখার যন্ত্র নয়, এটি একটি মূল্যবান বিনিয়োগ। তাই সঠিক যত্ন নেওয়া জরুরি।