টাঙ্গাইলের দেলদুয়ারে গভীর রাতে দুইটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুইচতারা গ্রামে এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক মিলটন মিয়া দেলদুয়ার থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অর্থনৈতিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে স্কুল মাঠে পার্ক করা তার দুইটি ট্রাকে আগুন লাগানো হয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ট্রাক দুটির ইঞ্জিন, বডি এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। মিলটন মিয়া জানান, ট্রাক দুটি ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।