গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন ভুক্তভোগী শিশুর মা।
মামলার আসামি মো. সুলতান মিয়া (৪৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গাংভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি টঙ্গীতে ভুক্তভোগীর পরিবারের পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পাশের বাসার ভাড়াটিয়া সুলতান মিয়া খালি বাসায় পেয়ে টিভি দেখার কথা বলে শিশুটিকে কোলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন শিশুটি বিষয়টি বড় বোনকে জানালে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনায় মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”