টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে সংরক্ষিত সামাজিক বনায়নের প্রায় দেড় একর জমি বেদে সম্প্রদায়ের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি দেশের বিভিন্ন জেলা থেকে বেদে সম্প্রদায়ের লোকদের এনে স্থানীয় ভোটার বানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, কালিয়া ইউনিয়নের মৌলভীবাজার উত্তরপাড়া টাঙ্গাইলাচালা এলাকায় প্রায় দেড় একর জমি বেদে সম্প্রদায়ের দখলে গেছে। একসময় এসব জমি বনজ ও ঔষধি গাছে ভরপুর ছিল। এখন তা উজাড় হয়ে গড়ে উঠেছে বেদে পল্লী। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মাত্র ২ থেকে ৫ হাজার টাকায় শতাংশপ্রতি জমি বিক্রি করেছেন এবং প্রভাব খাটিয়ে বন কর্মকর্তাদের ম্যানেজ করেছেন।
বেদে সম্প্রদায়ের কয়েকজন জানান, চেয়ারম্যানের কাছ থেকে জমি কিনে তারা স্থানীয় ভোটার হয়েছেন এবং সরকারি বিভিন্ন সুবিধাও পাচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জামাল মিয়া বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
বন বিভাগ জানিয়েছে, প্রায় ৮ বছর আগে চেয়ারম্যান দেড় একর জমি দখল করেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং যেকোনো সময় উচ্ছেদ অভিযান চালানো হবে। নীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।