আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে বক্তব্য দেবেন, যা সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো ঘটছে। পাকিস্তানের জন্য কৌশলগতভাবে সুবিধা থাকতে পারে, কারণ তারা ভারতের পর ভাষণ দেওয়ার সুযোগ পাবে এবং সরাসরি নয়াদিল্লির বক্তব্যের জবাব দিতে পারবে।
শেহবাজ শরিফ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, যেখানে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালের সেশনে বক্তব্য রাখবেন, আর বাংলাদেশসহ চীন, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা পরবর্তী সময়ে ভাষণ দেবেন।
এবারের অধিবেশনের থিম: “একসঙ্গে আরো ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তার পরেও।”
জাতিসংঘ কর্মকর্তাদের মতে, ৮০তম সাধারণ পরিষদ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যস্ত কূটনৈতিক আসর, যেখানে আলোচনায় আসবে গাজার যুদ্ধ, ইউক্রেন সংঘাত ও দক্ষিণ এশিয়ার অস্থিরতা।
এ ছাড়া, ২৪ সেপ্টেম্বর জলবায়ু বিষয়ক বিশেষ অনুষ্ঠান এবং ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র বিলোপের আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে।