টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায় রোগীদের চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মডেল মসজিদের হল রুমে লাবিব গ্রুপের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। বাসাইল উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী শহিদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল হাসান মনি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মতিউর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান ও ১৩০ জন অসহায় দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ২৩০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।